রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এনজিওকর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে দীপক রঞ্জন (গনেশ) নামে এক এনজিওকর্মীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা। গতকাল দুপুরে লালপুর উপজেলার টিটিয়াপাড়া এরশাদ মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী নেতা প্রদীপ লাকড়া, মুন্ডা কালিদাস রায়, অনুপ ভট্টাচার্য্য, সিপিবি নেতা নির্মল চৌধুরী, জাদু কুমার দাস ও নিহতের স্ত্রী অঞ্জলী রানী সরকার প্রমুখ। বক্তারা বলেন- ধানখেতে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে ইঁদুর মারা ফাঁদ তৈরি করে আদিবাসী দীপক রঞ্জনকে হত্যা করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় স্থানীয় আহাদ (৫৫) ও তার ছেলে আকরামকে (৩০) অভিযুক্ত করে থানায় একটি মামলা করা হয়েছে। অর্ভিযুক্তরা আদালত থেকে জামিন নিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার চার্জশিট প্রদান করা হবে।

সর্বশেষ খবর