রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিকাশে ভুল নম্বরে লেনদেন টাকা উদ্ধার করল পুলিশ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার এক প্রবাসী যুবক তার বাবাকে বিকাশে ১১ অক্টোবর সন্ধ্যায় টাকা পাঠান। টাকা পাঠানো বিকাশ নম্বরের একটি ডিজিট ভুল হওয়ায় টাকা চলে যায় রাজশাহীর মোহনপুর থানার বাসিন্দা জনৈক এক ব্যক্তির নম্বরে। বিষয়টি বুঝতে পেরে প্রবাসী যুবক ফরহাদ তার বাবা জেলার গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুরের বাসিন্দা মালেককে জানান। মালেক টাকা উদ্ধারের জন্য গুরুদাসপুর থানা পুলিশের শরণাপন্ন হন এবং থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান চালিয়ে মালেককে সেই টাকা ফিরিয়ে দেন। গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন জানান, ফরহাদ নামে এক যুবক তিন বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। ১১ অক্টোবর তিনি বিকাশে তার বাবাকে ৩৬ হাজার ৮০০ টাকা পাঠান। টাকা পাঠানো বিকাশ নম্বরের একটি ডিজিট ভুল হওয়ায় অন্য ব্যক্তির কাছে চলে যায়।

সর্বশেষ খবর