রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তা নদীতে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দাবিতে রংপুরে বর্ধিত সভা করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। টাউন হলে গতকাল দুপুরে এই সভা হয়। বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই দুটি সমস্যা সমাধান হবে। উত্তরাঞ্চলে বন্যা ও নদী ভাঙনের সমস্যা দূর হবে। কৃষি, মৎস্যখাতে ব্যাপক উন্নয়ন হবে। মঙ্গা থেকে উত্তরাঞ্চলসহ দেশকে রক্ষা করা সম্ভব হবে। ইতোমধ্যে চীনা রাষ্ট্রদূত তিস্তা নদী এলাকা পরিদর্শন করায় তিস্তাপাড়ের মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নসহ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে বৃহৎ সমাবেশ করবে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য নুরুজ্জামান, আমিন উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর