রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকায় গতকাল বিকালে সার্ফ নিটিং ও ডাইং কারখানায় শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে উৎপাদন বন্ধ রেখে সড়কে অবস্থান নেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত দুই মাসের বকেয়া বেতন দিই দিচ্ছি বলে না দেওয়ার পাঁয়তারা করে আসছেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল উৎপাদন বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ করেন তারা। পরে রাস্তায় গিয়ে অবস্থান নেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা চলছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ খবর