মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাঁধ সংস্কারের অভাবে হুমকিতে বিমানবন্দর

সৈয়দপুর প্রতিনিধি

বাঁধ সংস্কারের অভাবে হুমকিতে বিমানবন্দর

সৈয়দপুরে খড়খড়িয়া নদীর শহর রক্ষাবাঁধটি নড়বড়ে হয়ে পড়েছে। বাঁধের ১৫ কিলোমিটারজুড়ে কমপক্ষে ২০০ স্থানে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। বাঁধের ওপর দিয়ে বালুবাহী ট্রাক চলাচল এবং পাশের মাটি কেটে নেওয়ায় এ অবস্থা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। আসন্ন বর্ষা মৌসুমে পানির স্রোতে বাঁধের কোথাও ভাঙন দেখা দিলে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে বলে জানান এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ বাঁধের কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্র্ণ স্থাপনা বর্ষা মৌসুমে বন্যা থেকে রক্ষা পায়। বাঁধ ভেঙে গেলে ওইসব স্থাপনা হুমকির মুখে পড়বে। বিশেষ করে আন্তর্জাতিক মানের সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর রেলওয়ে কারখানা, ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৈয়দপুর (বাউস্ট), সৈয়দপুর সরকারি কলেজ, বিসিক শিল্পনগরী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

 

 

সর্বশেষ খবর