মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মা ইলিশ রক্ষার অভিযানে গ্রেফতার ৭২ জেলে

শরীয়তপুর প্রতিনিধি

মা ইলিশ রক্ষার অভিযানে গ্রেফতার ৭২ জেলে

শরীয়তপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে টানা ৫ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মা ইলিশ আহরণের অপরাধে ৭২ জনকে গ্রেফতার করেছে মোবাইল কোর্ট। এ ছাড়া ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলাজুড়ে মা ইলিশ রক্ষায় জলে ও স্থলে কঠোর অবস্থান নিয়েছে যৌথভাবে শরীয়তপুরের জেলা প্রশাসন, ছয় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ ও মৎস্য বিভাগ। শনিবার রাত ১১টা থেকে রবিবার ভোর রাত ৪টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা অভিযান চালানো হয়। শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নেতৃত্বে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত করে ৭২ জন জেলেকে গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ খবর