মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রাইভেট কারে উঠিয়ে সর্বস্ব লুটে নিত ওরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ব্যাংকার ও ডাক্তারকে প্রাইভেট কারে উঠিয়ে সর্বস্ব ছিনতাই ও এটিএম বুথ থেকে টাকা তোলার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন। গত রবিবার রাতে গাজীপুরের গাছা থানার গাছা পূর্বপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ৭০ হাজার টাকা, দুটি ছুরি, একটি স্কচটেপ রোল ও একটি গামছা উদ্ধার করা হয়েছে। তারা হলো- নজরুল, রাজ্জাক, রফিকুল ইসলাম, তারেক মিয়া ও রফিকুল ইসলাম। তাদের মধ্যে তিনজন গাজীপুর ও একজন সাভারে ভাড়া বাসায় থাকতেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের কর্মকর্তা আল মামুন ভৈরব উপজেলার দুর্জয় মোড় থেকে রাতে ঢাকা যাওয়ার উদ্দেশে একটি প্রাইভেট কারে ওঠেন। প্রাইভেট কারে যাত্রীবেশে চালকসহ চারজন ছিনতাইকারী ছিল। কিছু দূর আসার পর একজন মামুনকে জিম্মি করে হাত-পা চোখ বেঁধে ফেলে। অন্যরা সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল ফোন ও পূবালী ব্যাংকের এটিএম কার্ড এবং জোরপূর্বক কার্ডের পিন নম্বর নিয়ে নেয়।

পরে এটিএম থেকে দুই দফায় ১ লাখ ৯১ হাজার টাকা উত্তোলন করে লুট করে।

অপরদিকে গত ৭ সেপ্টেম্বর রাতে জেলা ভেটেরিনারি হাসপাতালে কর্মরত ডা. হেলাল আহমদ ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ইটাখোলা থেকে একটি প্রাইভেট কারে ওঠেন। ওই প্রাইভেট কারে থাকা চারজন তাকে জিম্মি করে নগদ টাকা, একটি আইফোন মোবাইল এবং ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে এটিএম বুথ থেকে ১ লাখ টাকা উত্তোলন করে।

সর্বশেষ খবর