বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সংযোগ সড়কের অভাবে ভোগান্তি

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

সংযোগ সড়কের অভাবে ভোগান্তি

মাথাভাঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের ছয় মাস পরও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে রয়েছে মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অর্ধ লাখ মানুষ। এ সংযোগ সড়কের অভাবে তাদের প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। প্রায় সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে ৭৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করছে গাংনীর স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি)। সেতুর কাজ শেষ হলেও শেষ হয়নি জমি অধিগ্রহণ কাজ। নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডির দাবি, সংযোগ সড়কের জন্য স্থানীয়দের জমি দেওয়ার কথা ছিল।

এদিকে স্থানীয়দের দাবি, জমির প্রকৃত মূল্য না দেওয়ায় তারা জমি দিচ্ছে না।  বেতবাড়িয়া গ্রামের কৃষক নয়ন কুমার বলেন, আমরা প্রতিদিন ৩-৪ বার মাঠে আসি এ সেতু হয়ে। সেতুটি সংযোগ সড়ক না থাকায় লেবারদের বাড়তি টাকা দিয়ে ফসল কেটে ঘরে তুলতে হচ্ছে। কাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, সেতুটি নির্মাণের জন্য দুই বছর আগে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। সে সময় জমি দিতে চেয়েছিলেন অনেকেই। এখন জমি না দেওয়ায় সংযোগ সড়ক হচ্ছে না। এলজিইডির গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর