বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

যে উপজেলায় নেই বাস সার্ভিস

দিনাজপুর প্রতিনিধি

যে উপজেলায় নেই বাস সার্ভিস

পাকা সড়কসহ শহরের সব সুযোগ-সুবিধা এখন গ্রামপর্যায়ে পৌঁছে গেছে। উন্নয়নের ছোয়া সব জায়গায়। এই যুগেও বাস সার্ভিস নেই দিনাজপুরের খানসামা উপজেলায়। বাস চলাচল না থাকায় চার্জার ভ্যান ও অটোবাইকে চলাচল করছে খানসামার দুই লক্ষাধিক মানুষ। ফলে রাস্তাগুলো দখল করে আছে অটোবাইক আর ব্যাটারিচালিত চার্জার ভ্যান। অবৈধ এসব যানবাহনে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই উপজেলায় প্রায় ২৫০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। আছে ব্রিজ-কালভার্টও। জানা যায়, দিনাজপুর জেলা সদর থেকে খানসামা উপজেলার সড়কপথে দূরত্ব ৪২ কিলোমিটার। খানসামা থেকে নীলফামারী জেলা সদরের দূরত্ব ১৫, সৈয়দপুরের দূরত্ব ২২ এবং বীরগঞ্জের ২০ কিলোমিটার। উপজেলা সদর থেকে এসব স্থানে সংযোগ রয়েছে পাকা সড়ক ও আঞ্চলিক মহাসড়ক। ১৫ বছর ধরে খানসামা উপজেলায় বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস চলাচল। এতে সৃষ্টি হয়েছে জনভোগান্তি। খানসামার নুর নবী ইসলামসহ অনেকেই বলেন, দুই বছর আগে এ উপজেলায় বিআরটিসির বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং চালুও হয়েছিল। কিন্তু এক সপ্তাহ না যেতেই অদৃশ্য চাপে তা বন্ধ করতে বাধ্য হয়। তবে এ উপজেলা থেকে ঢাকাগামী দুটি বাস চালু আছে বলে জানান তারা।

সর্বশেষ খবর