বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ওষুধের দাম নিয়ে বাগবিতন্ডায় খুন

গাজীপুর প্রতিনিধি

ওষুধের দাম নিয়ে বাগবিতন্ডায় খুন

গাজীপুরে ভারত থেকে আনা ওষুধের মূল্য নিয়ে বাগ্বিতন্ডার জেরে ট্রাভেল ব্যবসায়ীকে মারধর করে ড্রেনে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রায় ১৫ মাস পর রহস্য উদ্ঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মাকছুদের রহমান গতকাল এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- আনোয়ার হোসেন ও ফারুক আহমেদ। পিবিআই জানায়, গাজীপুরে ট্রাভেলস ব্যবসা করতেন নড়াইলের নড়াগাতী উপজেলার হেদায়েত লস্কর (৪২)। ট্রাভেল ব্যবসার পাশাপাশি বিভিন্নজনের চাহিদা অনুযায়ী তিনি ভারত থেকে ওষুধ এনে সরবরাহ ও বিক্রি করতেন। গত বছরের ২৫ জুলাই রাত ১০টার দিকে স্থানীয় তারিকুজ্জামানের জন্য ভারত থেকে আনা কিছু ওষুধের দাম নিয়ে তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে হেদায়েতকে মারধর করতে থাকেন তারিকুজ্জামানসহ তিনজন। পরে লাথি দিয়ে পাশের ড্রেনে ফেলে দেন।

সর্বশেষ খবর