সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় শীতের আগমণী বার্তা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শীতের আগমণী বার্তা

বগুড়ায় কমেছে সূর্যের আলোর তীব্রতা। লতা-পাতা আর ঘাসে চকচক করছে ভোরের শিশির। সন্ধ্যার পর এ অঞ্চলের আকাশজুড়ে থাকছে কুয়াশা। মাঠে মাঠে নতুন সবজির সমারোহ প্রকৃতিকে জানান দিয়েছে শীত আসছে। জানা যায়, বগুড়াসহ উত্তরের জেলাগুলোতে গত কয়েকদিন ধরে বাতাসে আর্দ্রতা যেমন বেড়েছে ঠিক তেমনি সকাল ও সন্ধ্যায় কুয়াশা দেখা যাচ্ছে। রাতে ফ্যান বন্ধ করে ঘুমাতে হয় এবং শেষ রাতের দিকে গায়ে জড়াতে হয় কাঁথা। এ ছাড়া হাট-বাজারে বাঁধাকপি, ফুলকপি, পাতা পিঁয়াজ, মুলা, ধনিয়াসহ বিভিন্ন শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে। সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউপির ছোট কুতুবপুর গ্রামের রাজু মিয়া জানান, শীত প্রায় চলেই এসেছে। দিনে সামান্য গরম থাকলেও রাতে শীত শীত অনুভব হয়। ভোরের দিকে গরম কাপড় পরতে হয়। রাতে ফ্যান চালালে ঠান্ডা লাগে। নন্দীগ্রাম পৌর এলাকার মোসলেম উদ্দিন জানান, রাতে মোটরসাইকেল চালালে শরীরে ঠান্ডা লাগে। গত কয়েকদিন রাতে মোটরসাইকেল চালিয়ে ঠান্ডায় সর্দি-কাশি শুরু হয়েছে। বগুড়া জেলা প্রসাশক জিয়াউল হক জানান, এখন দিন ছোট হয়ে আসছে আর রাত বড় হচ্ছে। দিনে তাপমাত্রা বেশি আর রাতে কম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর