বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভাঙ্গায় বিলবোর্ড আতংকে মানুষ!

ভাঙ্গা প্রতিনিধি

ভাঙ্গায় ঝড়ে বিশালাকৃতির একটি বিলবোর্ড দুটি বাসের ওপর পড়ার ৩৩ ঘণ্টা পর বিলবোর্ডটি অপসারণ করা হয়েছে। এতে দুটি বাসের ক্ষতি হয়েছে। ভাঙ্গায় সড়কের আশপাশের অসংখ্য বিলবোর্ড এখন এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতু প্রকল্পের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ভাঙ্গা ইন্টারসেকশন মোড়ের লিংক রোডে থেমে থাকা প্রচেষ্টা পরিবহনের একটি বাস ও আবদুল্লাহ পরিবহনের অন্য একটি বাসের ওপর বিশালাকৃতির একটি বিলবোর্ড পড়ে বাস দুটির ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত বিলবোর্ডটি অপসারণ করা হয়েছে। প্রচেষ্টা পরিবহনের হেলপার আবুল হোসেন (৪২) বলেন, সোমবার রাতে আমি গাড়ির ভিতর ঘুমানো ছিলাম। রাত সোয়া ১০টার দিকে বিশাল শব্দ করে বিলবোর্ডটি গাড়ির ওপর পড়ে। আমি কিছু না বুঝেই দরজা দিয়ে বের হই। আবদুল্লাহ পরিবহনের মালিক বলেন, ক্ষতিগ্রস্ত বাস দুটি ঢাকা-ভাঙ্গা সড়কে চলাচল করে। আমি এর একটি বাসের মালিক। ক্ষতিগ্রস্ত প্রচেষ্টা পরিবহনের ক্ষতির পরিমাণ দেখতে এসেছেন  মেরামতকারী রুবেল মিয়া (৪৫)। ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোবাহান মুন্সী বলেন, বিলবোর্ড এখন আমাদের জন্য আতঙ্ক হয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর