২৬ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কাহালু পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো) দুপচাঁচিয়া অফিসের লোকজন। বুধবার বিকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর পৌরসভার প্রায় সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পৌরসভার সহকারী প্রকৌশলী একলাস হোসেন জানান, ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ৩৮ লাখ ৯ হাজার ৩৯৯ টাকা। ওই সময় থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে। ৩৮ লাখ ৯ হাজার ৩৯৯ টাকা থেকে কমিয়ে বর্তমানে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকা। কাহালু পৌর মেয়র আব্দুল মান্নান জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন যখন সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন তখন তাদের অনুরোধ করেছি আগামীকাল (শুক্রবার) ২ লাখ এবং এক মাসের মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করব। তারপরও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নেসকোর দুপচাঁচিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক কবীর জানান, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কাহালু পৌর পক্ষকে চারটি পত্র দেওয়া হয়েছে। এরপরও বকেয়া বিল পরিশোধ না করায় সরকারি বিধি মোতাবেক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।