শিরোনাম
শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাস্তায় ফেলে যাওয়া মায়ের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

নাটোর প্রতিনিধি

শতবর্ষী অন্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেছেন ছেলে। অসহায় ওই মায়ের দায়িত্ব নিয়েছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। গতকাল জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটে নাটোরের সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামে। জানা যায়, তিন ছেলের নিজস্ব বাড়ি ও জমিজমা থাকার পরও তারা কেউ মায়ের দায়িত্ব নেননি। অন্ধ তারা বানু পাশের গ্রামে মেয়ের বাড়িতে থাকতেন। বড় মেয়ে ও জামাইকে তার বয়স্ক ভাতার টাকা দেওয়ায় রেগে যান ছোট দুই ছেলে ও বড় ছেলের ঘরের দুই নাতি। সবাই বয়স্ক ভাতার সমান ভাগ পেতে পর্যায়ক্রমে মাকে রাখার সিদ্ধান্ত নেন। অক্টোবরে তারা বানু ছিলেন ছোট ছেলে আজাদের সঙ্গে। নভেম্বরের ২ তারিখ পার হয়ে গেলেও বড় ছেলে মাকে নেননি। বুধবার রাতে আজাদ অন্ধ মাকে রাস্তায় ফেলে যান।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জোর করে বড় ছেলে মানিকের বাড়িতে তাকে দিয়ে এলে বৃদ্ধাকে রাতে গোয়ালঘরে থাকতে দেওয়া হয়। এ খবর পেয়ে বৃদ্ধার দায়িত্ব নেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি বলেন, গতকাল সকালে ওই বৃদ্ধার কাছে নগদ ৫ হাজার টাকা ও শীতের কাপড় পৌঁছে দেওয়া হয়েছে। তার প্রতি মাসের খাওয়াসহ প্রয়োজনীয় সব জিনিস সরবরাহ করা হবে। ছেলেরা মায়ের দায়িত্ব না নেওয়ায় তাকে দেখভালের জন্য মেয়ে রায়লা বেগমের কাছে রাখা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর