সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল ভোরে লংগদু উপজেলার কাট্টলী বিল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন লিটন চাকমা (২০) ও  এলিনা চাকমা মহিলা (১৮)। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার সৃজক কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে শিক্ষার্থীদের যাত্রীবাহী স্পিডবোট ও বালুভর্তি ইঞ্জিনচালিত বোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটে থাকা শিক্ষার্থীরা সবাই রাঙামাটি কাপ্তাই হ্রদে তলিয়ে যান। তাদের মধ্যে তাৎক্ষণিক সাতজন উদ্ধার হলেও বাকি দুজন পানিতে তলিয়ে যান। এরপর থেকে টানা ৩৬ ঘণ্টা নিখোঁজ ছিল দুই শিক্ষার্থী লিটন চাকমা ও এলিনা চাকমা। উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সর্বশেষ খবর