সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাহিম হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে রাহিম হত্যাকান্ডের মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ ৩৯ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের বাবা জীবন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত ১৯ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় জাফরগঞ্জ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মো. আবদুল হালিমকে হুকুমের আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলায় তিনজনকে গ্রেফতার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। ঘটনার পর থেকে দক্ষিণ নারায়নপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। গ্রেফতারকৃতরা হলেন মো. জসিম উদ্দিন, মো. সাইফুল ইসলাম ও মো. কামাল হোসেন। উল্লেখ্য, গত শুক্রবার দক্ষিণ নারায়নপুর গ্রামে আমির হোসেনের ছেলে সিয়াম তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। তাই একই বাড়ির জামাল মিয়ার ছেলে মামুন তাকে শাসনের নামে মারধর করে। এতে ক্ষুব্ধ সিয়ামের পরিবারের সঙ্গে মামুনের পরিবারের সংঘর্ষ হয়। ওই বাড়ির শাহিনুর আক্তার নীলা বাড়ি আসার পথে মামুনের নেতৃত্বে নীলাকে লাঠিপেটা করে।

 

সর্বশেষ খবর