সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত হতাশায় চাকরিপ্রার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি

অদৃশ্য কারণে স্থগিত করা হয়েছে ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগের মৌখিক পরীক্ষা। পরীক্ষার আগের দিন আকস্মিকভাবে পরীক্ষা স্থগিত ঘোষণা করায় চরম বিপাকে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। কেন কি কারণে একদিন আগে পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হলো সে বিষয়ে মুখ খুলছেন না কেউ। নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসক মনিরা বেগম বলছেন এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে মিটিং করে মৌখিক পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। নিয়োগ কমিটির সদস্য সচিব জেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ দাবি করে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। জানা গেছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৮ জন, পরিবার কল্যাণ সহকারী পদে ৬৭ জন ও আয়া পদে ৮ জন যোগ্য প্রার্থীর জন্য একটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করেন নিয়োগ কমিটি। সেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করা প্রার্থীদের যাচাই-বাচাই করে কমিটি বৈধ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নামের তালিকা প্রকাশ করেন।

 

সর্বশেষ খবর