বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নদী গিলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

নদী গিলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ধসে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

কলাপাড়ায় আন্ধারমানিক নদী গিলে খাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফাটল ধরেছে বাঁধের ২৫ থেকে ৩০ ফুটে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের পাউবোর ৪৬ নম্বর পোল্ডারের এমন অবস্থা হয়েছে। এতে এলাকায় বিরাজ করছে আতঙ্ক। ভাঙনের তীব্রতা বাড়ায় রাতের ঘুম কেড়ে নিয়েছে কৃষকদের। স্থানীয়রা জানান, হঠাৎ বাঁধের কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে। শুধু স্লোপ ধসের বাকি আছে। টপসহ মূল বাঁধ ভেঙে  গেছে। ঝুঁকিতে রয়েছে ওই ইউনিয়নের সদরপুর, আক্কেলপুর, সৈয়দপুর, মজিদবাড়িয়া, দরিয়াপুর, হাজীপুর ও লস্করপুর গ্রাম। মাত্র কয়েক মাস আগে বাঁধটি রক্ষায় বালু-সিমেন্ট ভর্তি জিওব্যাগ দিয়ে জরুরি প্রটেকশন দিলেও কাজ হচ্ছে না। জালালপুর গ্রামের জসিম মিয়া জানান, এ এলাকার অধিকাংশ মানুষ কৃষক। কৃষিকাজই তাদের জীবিকার একমাত্র উৎস। এ বেড়িবাঁধটি ভেঙে গেলে আট গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। হাজীপুর গ্রামের মিরাজ জানান, বাঁধটি দ্রুত  মেরামত না করলে আমন খেতে নদীর পানি প্রবেশ করে ডুবে যাবে। এ বিপদ থেকে মুক্তি দিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত। নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া জানান, বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন জানান, ৪৬ নম্বর  পোল্ডারের জালালপুরে বাঁধ ভাঙার খবর শুনে একজন এসও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনিও পরিদর্শন করেছেন। জরুরি ভিত্তিতে ভাঙা অংশ  মেরামতের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর