শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রোপা আমন ধান কাটা শুরু কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি

রোপা আমন ধান কাটা শুরু কক্সবাজারে

জেলায় শুরু হয়েছে রোপা আমনের আগাম জাতের ধান কাটা উৎসব। ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধান কাটা-মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিনমজুরদেরও। সোনালি ধান হাসি ফুটিয়েছে তাদের মুখে। জেলার চকরিয়া, পেকুয়া উখিয়াসহ সব উপজেলায় সোনালি ধানে ভরা মাঠ।

সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। ফলে একই জমিতে তিন ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। জেলায় চলতি আমন মৌসুমে ৭৮ হাজার ৮৪৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৭৮ হাজার ৯৩০ হেক্টর। এর মধ্যে হাইব্রিড-১২, উফশী ৩৪ এবং দেশি তিন জাতেরসহ ৪৯ জাত আবাদ হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সর্বশেষ খবর