সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নেশার ইনজেকশনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৪০ পিস নেশার অ্যাম্পুল ইনজেকশনসহ ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে ফারুকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে। ফারুক নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আন্তনগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছলে ‘চ’ নম্বর বগিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী বেশে থাকা ফারুকের বাম পায়ের ওপরের অংশে কস্টেপ দিয়ে মুড়ানো ৪০ পিস নেশার অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, ফারুকের বিরুদ্ধে আগের তিনটি মামলা রয়েছে। এর মধ্যে মাদক ও চুরি মামলা আছে। রবিবার সকালে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ খবর