শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হেঁটে বিশ্ব ভ্রমণে বের হওয়া ভারতীয় যুবক শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গল প্রতিনিধি

পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হয়েছেন রোহান আগরওয়াল। তার বয়স ২০ বছর। বাড়ি ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। গতকাল তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসেন। এখানে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের প্লাস্টিকের অপব্যবহার রোধে সচেতন করার চেষ্টা করেন। প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবেন। এরপর মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ ১২-১৩টি দেশ ভ্রমণ শেষে রাশিয়া হয়ে সাইবেরিয়া যেতে চান। রোহান বলেন, দুই বছর আগে যখন তার বয়স ১৮, তখন হেঁটে বিশ্ব ভ্রমণে বের হন। তার লক্ষ্য পরিবেশে প্লাস্টিকের দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করা। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো পরিবেশ রক্ষায় তরুণদের মধ্যে ঐক্য গড়ে তোলা। কারণ তিনি বিশ্বাস করেন, তরুণরা পরিবেশ দূষণ সম্পর্কে বোঝেন এবং তা তারা বোধ করতে চান। আমাদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল করার জন্য তিনি স্কুল-কলেজ ও পাবলিক প্লেসে গিয়ে পরিবেশ ও প্লাস্টিক সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা করছেন। ২০২০ সালে এই যাত্রা শুরু করেন।

৮০০ দিনে ভারতের ২৭টি রাজ্য ভ্রমণ করেছেন। গত ৯ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশের ১৩ জেলায় গেছেন রোহান। তার ভ্রমণ শেষ করতে পাঁচ বছর লাগতে পারে বলে জানান।

সর্বশেষ খবর