দীর্ঘ ১০ বছর পর ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল। তারিখ ঘোষণার পর থেকে কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত ও নির্বাচিত হওয়ার জন্য একাধিক নেতা-কর্মী কাউন্সিলরদের মন জয়ের চেষ্টার পাশাপাশি কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন। শহরের বিভিন্ন স্থান পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। নেতা-কর্মীর মধ্যে কাউন্সিল ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। সব শেষ দিনাজপুরে আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল ২০১২ সালের ২৩ ডিসেম্বর। জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে শিবলী সাদিক এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা। যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও মির্জা আশফাকের নাম আলোচনায় রয়েছে। ২৮ নভেম্বর সকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে এ কাউন্সিল হবে। উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।