নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে হয়ে গেল আদিবাসী মেলা ও সাংস্কৃতিক উৎসব। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলা থেকে সহস্রাধিক ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ উৎসবে অংশ নেন। তারা নিজেদের জীবন-জীবিকা, ব্যবহৃত জিনিসপত্র, খাদ্যাভ্যাস ও ঐতিহ্য নানাভাবে তুলে ধরেন। বুধবার দিনভর নিয়ামতপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের আদিবাসী নারী প্ল্যাটফরম। সকালে অনলাইনে যুক্ত হয়ে মেলা উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। সাগরিকা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডোরা চৌধুরী, ফরিদ আহম্মেদ।
ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক প্রমুখ। নওগাঁর নিয়ামতপুর, মান্দা, ধামইরহাট, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ মেলায় সমবেত হন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ সংস্কৃতি তুলে ধরে গান ও নাচ পরিবেশন করেন।