বগুড়ার শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২৭৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ চাল পাচার ও কালোবাজারে বিক্রিতে জড়িত অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোররাতে উপজেলার মাগুড়ারতাইর গ্রামের সড়ক থেকে চালগুলো জব্দ ও তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম মোস্তফা উপজেলার খানপুর গ্রামের আতাহার আলীর ছেলে ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। এ ঘটনায় পুলিশের এসআই শাহাদত হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলায় গোলাম মোস্তফা, ডিলার শাহ জামাল স্বপন, আবদুর রহমান, গফুর বাবু ও নজরুল ইসলামকে বিবাদী করা হয়েছে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি ও পাচারের সময় ২৭৯ বস্তা চালসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।