বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের এ ইজতেমা শুরু হয়। ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধায়নে বগুড়ার সূত্রাপুর মার্কাস মসজিদের সহযোগিতায় ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফসলি মাঠে তৃতীয় বারের মতো এ ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমার আয়োজক কমিটির শূরা সদস্য ও ধুনট দারুল উলুম কওমি মাদরাসা মসজিদের খতিব মুফতি খোরশেদ আলম জানান, ইজতেমা শুরুর এক দিন আগে থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ ইজতেমায় সমাবেত হন। ইজতেমায় মুসল্লিরা তিন দিন অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগি ও নবী-রসুলের হেদায়েতের বয়ান শুনবেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ইজতেমায় সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।