মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বহলা ট্র্যাজেডি দিবস আজ

দিনাজপুর প্রতিনিধি

আজ ১৩ ডিসেম্বর বহলা ট্র্যাজেডি দিবস। দিনটির কথা মনে হলে এখনো বহলাসহ আশপাশের গ্রামের লোকজনের শরীর শিউরে উঠে। দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্র জানায়, দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন রেলব্রিজের দক্ষিণে বিজোড়া ইউনিয়নের একটি গ্রাম দক্ষিণ বহলা। ৭১’র ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পুরো এলাকা ঘিরে ফেলে হানাদার বাহিনী ও তাদের দোসররা। তারা প্রস্তাব দেয় ওই গ্রামে খাঁনদের ক্যাম্প স্থাপন করার। সাধারণ মানুষ আপত্তি জানায়। তখন পাকবাহিনী সাধারণ মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। এতে ৩৯ জন প্রাণ হারান। পাকসেনা ও তাদের দোসাররা রক্তাক্ত লাশ স্তূপ করে রেখে চলে যায়। তিন দিন পর ১৬ ডিসেম্বর বিকালে পচন ধরা লাশগুলো গণকবরে সমাহিত করা হয়।

সেদিন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা হলেন, সাহের উদ্দিন, খমির উদ্দিন, ওহাব আলী, মছলে উদ্দিন, সফিউদ্দিন, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, ভুতা মোহাম্মদ, কালু মোহাম্মদ, জাহের উদ্দিন, আখি মোহাম্মদ, টাকরু, তসির উদ্দিন, নুরু মোহাম্মদ, সামির উদ্দিন, আব্দুল লতিফ, ছপি উদ্দিন, রবিতুল্যাহ, আকবর আলী, আমিন আলী, মুন্সি আ. জব্বার, ইসাহাক আলী, মহসীন আলী, জয়নাল আবেদীন, বারেক তুল্যা, রহিম উদ্দিন, গোলাম মোস্তফা, করিম আলী, সোহরাব আলী, মোস্তাফা, ওমর আলী, মুজিতুল্যাহ, আছির উদ্দিন, ফজলু, খেতু বোড়াল, খলিল উদ্দিন, জাহের মোহাম্মদ, রহিমুদ্দিন, আ. মালেক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর