মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহতের ঘটনায় মামলা

আরসাপ্রধানসহ আসামি ৭৮

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া উপজেলার বালুখালী আশ্রয়শিবিরে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহতের ঘটনায় গতকাল তিনটি মামলা হয়েছে। অস্ত্র, হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় উখিয়া থানায় মামলাগুলো করা হয়েছে। মামলায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ৭৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মাদক কারবার নিয়ে দীর্ঘদিন ধরে আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহর সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসী নবী গ্রুপের প্রধান নবীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের ৮ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে অপহরণ করতে গিয়েছিলেন আরসা সদস্যরা। এ সময় এপিবিএন সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে রোহিঙ্গা সন্ত্রাসী সলিম উল্লাহ (৩৩) ও রেদোয়ান (২৬) নিহত হন।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া) ফারুক আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর