কুড়িগ্রাম সদর উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এ অনুষ্ঠানে পুষ্টি ও সুশাসনবিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দীন আহমেদ মঞ্জু। পুষ্টি কর্ম-পরিকল্পনা অনুযায়ী পুষ্টি কার্যক্রম বাস্তবায়নবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সদর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান। অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন- প্রকল্প পরিচালক স্থানীয় কনসালটেন্ট মো. নাজমুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমতারা, উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আল নুমান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডা. এ এম তানভীর সাদাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ও উপজনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান। বক্তারা পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার সব বিভাগ কীভাবে কাজ করতে পারে এবং উপজেলার সব বিভাগে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন।