বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া আদালত

আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অচলাবস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ ও সিজিএম আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি ও মানববন্ধন করায় আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে (জেলা জজ) গালাগাল, প্রাণনাশের হুমকি ও আদালতের কর্মচারীদের মারধরসহ কতিপয় আইনজীবীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন গতকাল থেকে আদালতের বিভিন্ন প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও কর্মবিরতি পালন করে। এতে প্রচণ্ড শীতে দূর-দূরান্ত থেকে আসা শত শত বিচরাপ্রার্থী বিড়ম্বনার শিকার হন। এদিকে সকালে শত শত আইনজীবী আদালত প্রাঙ্গণে এসে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি পালন করতে দেখে বিস্ময় প্রকাশ করেন। তারা জেলা বার অ্যাসোসিয়েশন ভবনের সামনে জড়ো হয়ে ব্যক্ত করেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। একপর্যায়ে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জেলা জজ নিগার সুলতানার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভূঁইয়া বিচার বিভাগীয় কর্মচারী ইউনিয়নের আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আশা করি জেলা জজ মহোদয়ের শুভবুদ্ধির উদয় হবে। আমরা আইনমন্ত্রী ও আইন সচিবের প্রতি সম্মান দেখিয়ে এখনো কোনো কর্মসূচি দিইনি। পরিস্থিতি ঘোলাটে করা হলে জেলা জজের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আদালত বর্জন করতে বাধ্য হব।

সর্বশেষ খবর