শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অজ্ঞাত রোগে মারা যাচ্ছে গরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন গ্রামে অজ্ঞাত রোগে প্রায় ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এতে আতঙ্কিত হয়ে অনেক কৃষক ও খামারি গরু বিক্রি করে দিচ্ছেন। দিশাহারা হয়ে পড়েছেন গ্রামের সাধারণ কৃষক ও খামারিরা। স্থানীয় কৃষক ও খামারিরা জানান, হঠাৎ করে গরুর মুখ দিয়ে লালা ঝরা শুরু হয়েছে।

গরু খাওয়া বন্ধ করে দিচ্ছে। দু-এক দিনের মধ্যেই গরুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পশু চিকিৎসকরা ওষুধ ও ইনজেকশন দিলেও তা কোনো কাজে আসছে না। নন্দীগ্রাম উপজেলার কৃষক মনসুর হোসেন জানান, হঠাৎ আমার একটা গরু খওয়া-দাওয়া ছেড়ে দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু এক দিন পর গরু মারা যায়। এরপরে আরও একটি গরুর মৃত্যু হয়। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।  আমাদের দুই গ্রামের ১২-১৩টি গরুর মৃত্যু হয়েছে। বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম জানান, আমি এ বিষয়টি শুনেছি। আমাদের চিকিৎসকরা নন্দীগ্রামের রোগাক্রান্ত পশুগুলো দেখে এসেছেন। পরীক্ষার মাধ্যমে জানা যাবে ওই রোগ সম্পর্কে।

সর্বশেষ খবর