শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ওয়াশিং কারখানায় দ্বিখন্ডিত লাশ পরিচ্ছন্নতা কর্মীর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের একটি ওয়াশিং কারখানা থেকে ওই কারখানার পরিচ্ছন্নতা কর্মীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দেহ থেকে বিচ্ছিন্ন মাথা মেশিন সংলগ্ন এক্সেল পাইপে ঝুলছিল। দেহ পড়েছিল মেশিনের পেছনে ড্রেনের পাশে। মহানগরীর গাছা থানাধীন রাজ ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড কারখানা থেকে গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম ফুল মিয়া (৪৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার বাগপাড়া জগতচরের আবদুল মালেকের ছেলে। জিএমপি গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন ও কারখানার কর্মকর্তারা জানান, রাজ ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন ফুল মিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাতের শিফটের কাজে যোগ দেন তিনি। গতকাল সকালে বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাকে না পেয়ে কারখানা কর্তৃপক্ষকে জানান। দুপুরে নিরাপত্তা কর্মীরা কারখানার ভিতরে ওয়াশিং মেশিনের পেছনে ড্রেনের পাশে তার মাথাবিহীন লাশ দেখতে পান। মাথা ওই মেশিন সংলগ্ন এক্সেল পাইপের সঙ্গে ঝুলছিল। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের মর্গে পাঠায়। ওসি আরও জানান, তাদের ধারণা চলন্ত মেশিনের পাশে কাজ করার সময় পরনের কাপড় এক্সেলে জড়িয়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, কোটালীপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নারায়ণখানা গ্রামের রাজেন বৈরাগীর (৬৫) সঙ্গে তার ভাই পরিমল বৈরাগীর (৫০) জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার সকালে রাজেন বৈরাগীর ছেলে আশিষ বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে চাচা পরিমল বাধা দেন। এ সময় আশিষের সঙ্গে পরিমলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিষ লাঠি দিয়ে তার চাচার মাথায় আঘাত করেন। গুরুতর আহত পরিমলকে কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর রাতে পরিমল মারা যান। কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ খবর