শিরোনাম
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঢাবি ছাত্রসহ সাতজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে ঢাবি ছাত্রসহ সাতজনের মৃত্যু

কুড়িগ্রামে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিরে ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাবির এক শিক্ষার্থীসহ আরও ছয়জন। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া এলাকায় গতকাল সকালে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলো- উপজেলার শিবপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম (৬৫) ও রাখালবুরুজ ইউনিয়নের স্কুলশিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪০)। সিলেট : বাসের ধাক্কায় মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার রাতে সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়ায় রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় মামুন কবিরাজ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত মামুনের স্ত্রী। কুড়িগ্রাম : কুড়িগ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে এক বাড়িতে ঢুকে পড়লে মুসা মিয়া (১০) নামে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামে। নিহত মুসা ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। গাজীপুর : গাজীপুর সিটির মাজুখান এলাকায় রবিবার রাতে ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল জাবের হিমেল নামে এক মোটরসাইকেলচালক নিহত এবং সাব্বির (২০) নামের আরেক আরোহী আহত হয়েছেন। নিহত হিমেল পূবাইল থানার মাজুখান গ্রামের আবদুল জব্বারের ছেলে। নেত্রকোনা : দুর্গাপুরের সোমেশ্বরীতে ট্রাক ঘুরানোর সময় চাপা পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ১ নম্বর বালুঘাটের দেবথৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর