বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১০ জেলায় সড়কে ১২ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

১০ জেলায় সড়কে ১২ প্রাণহানি

কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় বিধ্বস্ত অটোরিকশা

দেশের দশ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে গতকাল রাত ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

যশোর : সদর উপজেলায় শানতলা এলাকায় মঙ্গলবার রাতে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন চৌগাছা উপজেলার হযরত আলী (৩৫) ও ঝিনাইদহের বুলু মিয়া (৪০)। মানিকগঞ্জ : গতকাল রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার মুকছেদ আলী (৪০) এবং ঘিওরের বাদশা মিয়া (৪২)। বরিশাল : গৌরনদীতে মঙ্গলবার রাতে বাস ও মাহেন্দ্র সংঘর্ষে নিহত হয়েছেন মাহেন্দ্র চালক হোসেন (২০)। চট্টগ্রাম : নগরের কালুরঘাট এলাকায় সকালে বাসের ধাক্কায় সেতু দে (২২) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  ময়মনসিংহ : নগরীর চাইনামোড় ব্রিজে বিকালে বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় তোবা আক্তার (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দিনাজপুর : ঘোড়াঘাটের পাঁচপীর এলাকায় সকালে ট্রলির ধাক্কায় সিফাত ইসলাম (৫) নামের এক শিশু মারা গেছে। সিফাত একই এলাকার রানা মিয়ার ছেলে। ফরিদপুর : মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে সকালে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে পড়ে জাহান শেখ (৬০) নামে এক ভ্যানচালক নিহত তিনজন আহত হয়েছেন। কুড়িগ্রাম : দুপুরে রাজারহাট-তিস্তা সড়কে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত লুৎফর রহমান (৪৫) উলিপুর উপজেলার বাসিন্দা। ফেনী : দাগনভূঞার গজারিয়া এলাকায় দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরাব হোসেন অপি (২২) নামে এক যুবক নিহত হয়েছে। টঙ্গী (গাজীপুর) : দুপুরে টঙ্গী কলেজ গেট এলাকায় বাসচাপায় অন্তরা আক্তার (১৯) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর