রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কম্বল পেয়ে বসুন্ধরার জন্য দুস্থদের দুই হাত তুলে দোয়া

চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর প্রতিনিধি

কম্বল পেয়ে বসুন্ধরার জন্য দুস্থদের দুই হাত তুলে দোয়া

গতকাল উত্তরের দুই জেলা চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে হাজার হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রতিনিধিদের পাঠানো খবর-

‘আল্লাহ যেন বসুন্ধরার মালিককে দীর্ঘজীবী করেন’। তীব্র শীতে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে দুই হাত তুলে এ দোয়া করলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর হাতাপাড়ার বৃদ্ধ মোসলেমা। জেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর এলাকার বাসিন্দা ও নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের নৈশপ্রহরী একরামুল হক বলেন, মার্কেটের দায়িত্ব পালন করার সময় তীব শীতে তিনি কাবু হয়ে পড়েন। বসুন্ধরা গ্রুপের এই কম্বল তাকে কিছুটা হলেও উত্তাপ দেবে। এ জন্য তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সুস্থ ও মঙ্গলময় জীবন কামনা করেন। বটতলা হাট মহল্লার প্রতিবন্ধী মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ শীতার্ত মানুষদের কম্বল দিল-এটা সারা জীবন মনে থাকবে। আল্লাহ যেন বসুন্ধরার মালিককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং দেশের গরিব মানুষকে তিনি সহায়তা দিয়ে যান। গতকালের অনুষ্ঠানে ২৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সদস্য জীবন, আবির, রাফি প্রমুখ। রবিবার (আজ) চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলায় আরও ১ হাজার কম্বল বিতরণ করা হবে। এদিকে দিনাজপুর প্রতিনিধি জানান, কয়েকদিনের কনকনে শীতে পাতলা একটা জ্যাকেট গায়ে দিয়ে শীত কাটে না। কম্বল নাই আমার। তাই রাতেও এই জ্যাকেট গায়ে দিয়ে শুয়ে থাকি। একটা কম্বলের জন্য পরপর তিন দিন ঘুরছি একজনের কাছে। দিতে চায়েও দিতে পারেনি। আজকে একটা কম্বল পাইলাম। শুনলাম বসুন্ধরা গ্রুপের। এটা দিয়াই আমার শীত কাটে যাবি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আজকে যে আমাকে কম্বল দিল প্রতি নামাজেই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কম্বল পেয়ে কেমন লাগছে এই অনুভূতি জানতে চাইলে তৃপ্তিমাখা মুখে কথাগুলো বলছিলেন দিনাজপুরের বোচাগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রেলকোলনির বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী আবদুল খালেক। কম্বল নিতে আসা পরিয়ালপুর হাফেজিয়া মাদরাসার ছাত্র দৃষ্টিপ্রতিবন্ধী লিটন ইসলাম বলেন, যারা আমাকে ও আমার মতো সবাইকে কম্বল দিল আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। দেশের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৪০০ অসহায়, দুস্থ ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছন্দা পাল। কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, শুভসংঘ দিনাজপুর জেলা সভাপতি রাসেল ইসলাম, বোচাগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক, সমাজসেবা অফিসার পিয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক সুশেনচন্দ্র রায় প্রমুখ। কম্বল বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেছে কালের কণ্ঠ শুভসংঘ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর