রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যমুনায় অবৈধ বালু তোলায় হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

আবদুর রহমান টুলু, বগুড়া

যমুনায় অবৈধ বালু তোলায় হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু তোলা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বালু তোলা বন্ধে স্থানীয় এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করাসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না। ফলে যমুনার ভাঙনকবলিত এলাকার মানুষ যেমন ভিটেমাটি হারাচ্ছেন, তেমনি সরকারি বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধুনটের বৈশাখী চরের রহিমা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর কয়েক শতক জমিতে ছেলেমেয়ে নিয়ে বাসবাস করছি। যমুনায় বড় বড় ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় চরাঞ্চলের জমি বিলীন হয়ে যাচ্ছে। বালু তোলায় চরের জমি আবাদ করতে না পেরে অনেক কষ্টে দিন কাটছে তাদের। ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামের বাঁধে আশ্রয় নেওয়া কৃষক আবদুল আজিজ জানান, বেলাল ও মাহমুদুলসহ কয়েক প্রভাবশালী ব্যক্তি চরাঞ্চলে ১০ থেকে ১২টি বড় ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু তুলে শহড়াবাড়ী ঘাটে জমা রেখে বিক্রি করছেন। পাশাপাশি নদীপথেও বিভিন্ন এলাকায় যাচ্ছে বালু। বালু উত্তোলনে জড়িত ধুনট উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল হোসেন জানান, জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে ২৮ লাখ এবং অতিরিক্ত আরও প্রায় ৫০ লাখ টাকা খরচ করে বালুমহাল হিসেবে নিয়েছি। যেখানে বালু পয়েন্ট দেখানো হয়েছিল, সেখানে চর জেগে ওঠায় পাশর্^বর্তী স্থান থেকে বালু তুলছি। কতকিছুই তো নিয়মের মধ্যে পড়ে না তার পরও সবকিছুই চলছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, আমি কয়েক মাস আগে এখানে যোগদান করেছি। তাই এসব বিষয়ে জানা নেই। এলাকাবাসীর ক্ষতির বিষয়ে কেউ অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, কেউ নদী থেকে অবৈধভাবে বালু তুলে আবাদি জমি, সরকারি স্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সম্প্রতি ওইসব এলাকায় সিরাজগঞ্জ সদর নৌপুলিশ অভিযান চালিয়ে বালু উত্তোলনে জড়িত চারজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। শিগগিরই আবার অভিযান চালিয়ে বালু তোলায় ব্যবহৃত সব সরঞ্জাম জব্দ করা হবে।

কোনোভাবেই জড়িতদের ছাড় দেওয়া হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর