মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাথরঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, বসতঘরে আগুন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে ১০টি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘরমালিকরা বাধা দিলে প্রতিপক্ষ অন্তত ৩০ জনকে পিটিয়ে আহত করে। গতকাল সকাল ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম হাড়িটানা গ্রামে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে কয়েকজনকে পাথরঘাটা স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। আহত আবুল বাসার জানান, ২১ বছর ধরে তাদের এবং হারুন মাঝি গংদের মধ্যে আদালতে মামলা চলছিল। ২০২২ সালের নভেম্বরে মামলার রায় হয় আবুল বাসারের পক্ষে। উকিল কমিশন রায়ের পক্ষে জমি বুঝিয়ে দিলে ওই জমিতে তারা ঘর তোলেন। সেই থেকে ১০টি পরিবার সেখানে দুই মাস ধরে বসবাস করছে। তিনি জানান, সকালে হারুন মাঝি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক লোক এনে ওই ঘরগুলোয় আগুন লাগিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে।

এ সময় ঘরগুলোয় বসবাসকারী ৩০ জনকে দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিপক্ষ হারুন মাঝি বলেন, ‘বরগুনা জজ কোর্ট থেকে তাদের পক্ষে রায় হয়েছে। কিন্তু আমরা হাই কোর্টে আপিল করার আগেই তারা ওই জমিতে জোরপূর্বক দখল নিয়ে ঘর তুলেছে। তাই সেই ঘরগুলো আমরা ভেঙে দিয়েছি।’ পাথরঘাটা উপজেলা স¦াস্থ্য ও প. প. কর্মকর্তা বলেন, প্রত্যেকের শরীরে আঘাত রয়েছে। পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘আমরা তদন্ত করছি। তারা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর