শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
নার্সকে মারধর

পাবনা জেনারেল হাসপাতালে তৃতীয় দিনেও কর্মবিরতি

পাবনা প্রতিনিধি

পাবনা জেনারেল হাসপাতালে সহকর্মীকে মারধরের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন ইন্টার্ন নার্সরা। হাসপাতাল চত্বর থেকে গতকাল মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা। নার্সরা জানান, মঙ্গলবার সাদ্দাম নামে বহিরাগত এক দালাল হাসপাতালের রোগীর কাছে ইসিজির জন্য নির্ধারিত ফি ৮০ টাকার বিপরীতে ৬০০ টাকা নেন। এ সময় ইন্টার্ন নার্স রাজা প্রতিবাদ করলে সাদ্দাম তাকে বেধড়ক মারপিট করে। ঘটনার প্রতিবাদ ও সাদ্দামের শাস্তি দাবিতে তারা কর্মবিরতি শুরু করেন। এ সময় ইন্টার্ন নার্সদের নিরপত্তা নিশ্চিতসহ আট দফা দাবি জানানো হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাদ্দামকে গ্রেফতারসহ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবির মধ্যে আরও রয়েছে কাজের স্বাধীনতা নিশ্চিত করা, দালাল চক্র বন্ধে ব্যবস্থা গ্রহণ, নার্সদের সঙ্গে ভালো ব্যবহার করা, অবহেলা না করে নার্স বলে সম্বোধন করা, দালালের মাধ্যমে ইসিজিসহ অন্য যেকোনো যন্ত্রপাতি হাসপাতালে প্রবেশ না করা।

 

 

সর্বশেষ খবর