শিরোনাম
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গ্রাহকের টাকা হাতিয়ে উধাও

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন’ নামে এক এনজিওর কর্মকর্তারা গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়ে গেছেন। হতদরিদ্রদের মোটা অঙ্কের টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে জামানত হিসেবে এসব টাকা সংগ্রহ করা হয়েছিল। রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আলতাফ হোসেনের স্ত্রী জানান, আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুৎ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ হাজার টাকা নিয়েছে ওই এনজিও। তিনি ছাড়াও আশ্রয়ণ প্রকল্পের আরও কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আরেক ভুক্তভোগী বিলমাড়িয়ার হামিদুল ইসলাম জানান, তার বাড়িতে কেন্দ্র গঠন করে দুই বছর মেয়াদে ২ লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত নিয়েছে। পরে অফিসে ঋণ নিতে এসে দেখি তালা দেওয়া এবং কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ। প্রতারক চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। লালপুর থানার ওসি মেনোয়ারুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। লালপুরের ইউএনও শামীমা সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর