রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় মাসব্যাপী তাঁত হস্তশিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় গতকাল সকালে শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এ মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন-পূর্ব আলোচনা সভায় তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চেয়ারম্যান ইউসুফ আলী সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাচীনকাল থেকে বাংলাদেশ যে কারণে পৃথিবীতে বিখ্যাত সেটা হলো তাঁতশিল্প। পুরনো হলেও বাংলার বনেদি ও প্রাচীন এই শিল্পের কদর রয়েছে আজও। বাংলার তাঁতশিল্পের জায়গা ধরে রেখেছে নিজেদের গরিমায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দ্বিনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জামান প্রমুখ।

 

সর্বশেষ খবর