বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বীর মুক্তিযোদ্ধার কোমরে রশি বেঁধে আদালতে সোপর্দ

জেলাজুড়ে নিন্দার ঝড়

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বেঁধে আদালতে তোলার অভিযোগ উঠেছে শিবপুর মডেল থানা পুলিশের বিরুদ্ধে। গত শনিবার বিকালে থানা থেকে এভাবেই আদালতে পাঠানো হয় তাঁকে। বীর মুক্তিযোদ্ধার হাতে হ্যান্ডকাফ ও কোমরে রশি বেঁধে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া মুক্তিযোদ্ধার হাতে হ্যান্ডকাফ ও কোমরে রশি বাঁধা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে জেলাজুড়ে বইছে নিন্দার ঝড়। জানা যায়, গত শুক্রবার রাতে জেলার শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে শিবপুর মডেল থানা পুলিশ। পরদিন শনিবার বিকালে তাঁকে গত বছরের একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে কোমরে রশি বেঁধে থানা থেকে নরসিংদীর আদালতে পাঠায় পুলিশ। শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, আবু সালেক রিকাবদার যে দলই করুক না কেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁকে থানা থেকে আদালতে পাঠানোর ছবি দেখে খুবই বিস্মিত হয়েছি।

সর্বশেষ খবর