বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
শিক্ষার্থীদের ওপর হামলা

মহাসড়ক অবরোধ বিক্ষোভ ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সালনায় নাসির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি এবং আন্দোলনর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ ও পুলিশের গাড়ির ভাঙচুর করেন। এতে আহত হয়েছেন এক এসআই। এ সময় মহাসড়কের উভয়দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সিটি করপোরেশনের সদর থানাধীন সালনা এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অনিয়মের অভিযোগে কয়েকদিন ধরে নাসির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। একই দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়। তখন বহিরাগত আন্দোলনরতদের ওপর হামলা চালায়।

সর্বশেষ খবর