শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রভিডেন্ট ফান্ডের আড়াই কোটি টাকা তছরুপ, আটক ১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের এক পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডের আড়াই কোটি টাকা চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। কালিয়াকৈর উপজেলার সফিপুরের কাঁঠালতলা এলাকার লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজের ওই টাকা চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার ব্যক্তির নাম মো. হোসেন (৪৩)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন সোনাপুর এলাকার আবদুল হাশিমের ছেলে। পিবিআই পুলিশ সুপার জানান, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ নামের পোশাক কারখানায় নির্বাহী (এইচআর পে-রোল) পদে চাকরি করতেন তারিক ইয়ার খান। তিনি কর্মকর্তা-কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডের হিসাব-নিকাশ দেখাশোনা এবং টাকা লেনদেন করতেন। ২০২১ সালের ২৪ আগস্ট ইয়ারকে ফান্ডের হিসাব উপস্থাপন করার জন্য নির্দেশ দেন কারখানা কর্তৃপক্ষ। তিনি হিসাব বুঝিয়ে না দিয়ে নিজের ব্যবহৃত গাড়ি কারখানার ভিতর ফেলে পালিয়ে যান। পরবর্তীতে আড়াই কোটি টাকা চুরির অভিযোগে থানায় মামলা করেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার সবুজ মিয়া।

সর্বশেষ খবর