রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ট্রলারে ডাকাতের হানা ৯ জেলে অপহরণ

বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরা ট্রলারে শুক্রবার দিবাগত রাতে হানা দিয়েছে ডাকাত দল। এতে ৯ জন জেলে আহত হয়েছেন। ট্রলারের জাল-জ্বালানি তেল ও রসদসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়। জ্বালানিবিহীন ট্রলারটি আহত ৯ জেলেসহ ভাসতে ভাসতে গতকাল দুপুর ২টার দিকে মহিপুরের কাছাকাছি পৌঁছায়। তখন মাছ ধরার অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। বরগুনা জেলা ফিশিং ট্রলার বোটমালিক সমিতি সভাপতি ইমরুল কায়েস বলেন, শুক্রবার সন্ধ্যায় বরগুনার নলী চরকগাছিয়ার মনির আকনের ট্রলার রসদ নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেন। সাগরের ভিতরে ২৫-৩০ মিটার দক্ষিণে যাওযার পরই ট্রলার নিয়ে গুলি ছুড়তে ছুড়তে ডাকাত দল হামলা করে।

 ৯ জেলেকে ধারধরের পর ট্রলারের খোন্দলে আটকে মালামাল লুট করে। অন্য ৯ জনকে অপহরণ করে নিয়ে যায় তারা। অপহৃত জেলেদের বাড়ি বরগুনার নলী ও তালতলী উপজেলায়।

সর্বশেষ খবর