মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কালিয়াকৈরে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

সেরা বিক্রেতার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকায় বাশার টাওয়ারের সেমিনার কক্ষে গতকাল দুপুরে কালিয়াকৈর ও কাপাসিয়া বসুন্ধরা গ্রুপের সিমেন্ট এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের শুভ হালখাতা-১৪২৯ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর ও কাপাসিয়ার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আবুল বাশার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আমিনুল রহমান, বসুন্ধরা সিমেন্টের জিএম আবদুল লতিফ, জোনাল হেড জিয়ারুল ইসলাম, নর্থ উইং হেড মুহাম্মদ আলী খান, এজিএম খাইরুল ইসলাম, ডিভিশনাল সেলস ম্যানেজার রাজু আহমেদ, গাজীপুর এরিয়া সেলস ম্যানেজার আবদুল মালেক খান, কালিয়াকৈর ও কাপাসিয়া টেরিটরি সেলস ম্যানেজার আসাদুজ্জামান, গাজীপুর সদর ও টঙ্গীর টেরিটরি সেলস ম্যানেজার শফিকুল ইসলামসহ বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টরের বিভিন্ন কর্মকর্তা। হালখাতা অনুষ্ঠানে দুই শতাধিক রিটেইলার-ঠিকাদার উপস্থিত ছিলেন। পাঁচজন সেরা বিক্রেতাকে পুরস্কার দেওয়া হয়েছে। ১৫০ জন রিটেইলারকে দেওয়া হয়েছে সাধারণ উপহার। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর