বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে আজ। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং ট্রেজারার প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফয়সল মাহমুদ রুমি জানান, সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করবেন প্রধান অতিথি। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সদর উপজেলার কর্ণকাঠিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ২০১২ সালের ২৪ জানুয়ারি অস্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে ৯ হাজার ১০০ শিক্ষার্থী রয়েছেন।

সর্বশেষ খবর