শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কনস্টেবল নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ আটক ১২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কনস্টেবল নিয়োগে ভুয়া পরীক্ষার্থী ও প্রতারক চক্রের সদস্যসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ছয়টি প্রবেশপত্র, ১০০ টাকা মূল্যমানের নয়টি ননজুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চেকের চারটি ফাঁকা পাতা, প্রতারক চক্রের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এর আগে এ ঘটনায় গ্রেফতার হয়ে পাঁচজন কারাগারে রয়েছেন। এ নিয়ে তিনটি মামলায় ১৭ জনকে আটক করা হলো। পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুরের এসপি শাহ ইফতেখার আহমেদ। আটকরা হলেন- আবদুল কুদ্দুস, মিশকাতুল ইসলাম, রোকনুজ্জামান, নাহিদ ইউসুফ, শাহরিয়ার সরকার, মিষ্টার রহমান, মোহাইমেনুল, রাজা মিয়া, মিজানুর রহমান, পজিরুল ইসলাম), সাইফুল ইসলাম রিপন ও মহসীন আলম। ১১ ফেব্রুয়ারি থেকে দিনাজপুর পুলিশ লাইন মাঠে পুলিশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল পদে ভর্তির জন্য ভুয়া পরীক্ষার্থী অংশ নেয় এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে নিজের ছবি পরিবর্তন করে লিখিত পরীক্ষাও প্রক্সি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

নওগাঁয় একজন আটক : নওগাঁ প্রতিনিধি জানান, কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাজিদুল নামে একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় সিন্ডিকেটের আরেক সদস্য পালিয়ে গেছে। আটক মাজিদুল সাপাহার উপজেলার কোচকুড়ুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এ তথ্য জানান।

সর্বশেষ খবর