শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গলা কাটা হরিণের ছবি ফেসবুকে ভাইরাল

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়ছড়া জাতীয় উদ্যানে একটি গলা কাটা হরিণ ঝুলিয়ে নিয়ে যাচ্ছে কয়েক যুবক। তাদের সঙ্গে আছে আরও কয়েক যুবক। প্রথম যুবকের হাতে আছে একটি ছুরি। এমন একটি ছবি গত বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে ভাইরাল হতে থাকে। এ ঘটনায় রাতেই লাউয়াছড়া বিট কর্মকর্তা মো. আনিসুজ্জামান শ্রীমঙ্গল জিআরপি থানায় জিডি করেন। জিডিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী ট্রেনটি ভানুগাছ শ্রীমঙ্গল সেকশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যান পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে একটি মায়া হরিণ আহত হয়। ওই সময় ট্রেনের গতি কম থাকায় কে বা কারা ট্রেন থেকে নেমে হরিণটিকে জবাই করে ইঞ্জিনের বাইরে বডিতে করে নিয়ে আসছিল। ট্রেনে জিআরপি পুলিশের একটি বস্তা দেখে সন্দেহ হলে তারা ওই বস্তার মুখ খুলে একটি গলাকাটা হরিণ দেখতে পায়। পরে তারা হরিণটি শ্রীমঙ্গল রেলস্টেশনে দিয়ে যায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র জানান, আমরা খবর পেয়ে রেলওয়ে থানা থেকে হরিণটি নিয়ে আসি। পরে ময়নাতদন্ত করিয়ে মাটিচাপা দিই। ওই ট্রেনের একাধিক যাত্রী জানান, কালনী ট্রেনের চালক লাউয়াছড়া বনের ভিতর ট্রেন থামিয়ে হরিণটি জবাই করেন। ৬ মিনিট পর তিনি জবাই করার হরিণটি ট্রেনে তুলে শ্রীমঙ্গল স্টেশনের উদ্দেশে ট্রেন ছাড়েন। শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘আমরা পোস্ট মর্টেম করে বুঝতে পেরেছি প্রাণীটিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।’ শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘জিআরপি পুলিশ ট্রেন থেকে গলাকাটা হরিণটি উদ্ধার করে থানায় দিয়ে গেছে। জিডি হয়েছে। আমরা তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।’ ওইদিন কালনী ট্রেনের চালকের মোবাইল নম্বর না পাওয়ায় তার সঙ্গে কথা বলা যায়নি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হরিণটিকে জবাই করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এটা করা ঠিক হয়নি। হয়তো চিকিৎসা করলে আহত হরিণটি সুস্থ হয়ে যেতে পারত।

সর্বশেষ খবর