রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার ওপর হামলার বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর ওপর হামলার ঘটনার পর দীর্ঘদিন পরও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। বিচার না পেয়ে গতকাল ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী। এ সময় তিনি বলেন, ১৬ জানুয়ারি ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা বাছাই কমিটির ঢাকা বিভাগীয় সভাপতি শাহজাহান খানের উপস্থিতিতে জনৈক ব্যক্তির পক্ষে সাক্ষী হিসেবে তিনি সেখানে যান। উপজেলা কার্যালয়ের প্রবেশমুখে কিছু যুবক তার গতিরোধ করে এবং হামলা চালায়। ২৪ জানুয়ারি এ ঘটনায় তিনি মামলা করেন।

মামলার পর থেকে আসামিরা বিভিন্নভাবে তাকেসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি এবং হুমকি দিচ্ছে। ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করেছেন আইয়ুব আলী। ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল বাসার মিয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

 

সর্বশেষ খবর