রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কলেজের পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কেউ এসেছেন ৪০ বছর পর। কেউ ৩০, কেউ আবার ২০ বছর পর। তাদের উচ্ছ্বাস দেখে মনে হবে তারা এখনো বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থী। ফিরে গেছেন সেই কলেজ জীবনে। কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীর আয়োজন করেন। গতকাল সকাল সাড়ে ৮টায় কলেজের মূল ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালিতলা মোড় ঘুরে ফের কলেজে এসে শেষ হয়। সকাল ১০টার দিকে কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। পরে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবা বেগম, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, প্রাক্তন শিক্ষার্থী ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরফিন আরা বেগম প্রমুখ।

সর্বশেষ খবর