বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আগুনে পুড়ে ছাই ৩৮ কৃষকের বসতঘর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩৮ জন কৃষকের বসতঘর। গত সোমবার উপজেলার ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক নারী-পুরুষ ও শিশু এখন বাসস্থান ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। একই রাতে সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে গেছে। সূত্র জানায়, জামালগঞ্জের হটামারা গ্রামের সামছুল হকের বসতঘরে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই গ্রামের ৩৮টি ঘর পুড়ে যায়। এলাকাবাসী প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্গম পথ হওয়া ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে পারেননি। আগুনে পুড়ে যায় ৩৮ কৃষকের ফসল, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা করা হবে।

এদিকে একই দিন রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের প্রায়াত বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আধাপাকা ঘর, আসবাবপত্র, মালামাল ও গবাদিপশু পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান বলেন, আগুন লাগানোর অভিযোগ তদন্তপূর্বক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর